ভক্তদের সারপ্রাইজ দেওয়ার জন্য শিল্পীরা কী না করেন। এবার বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তার ভক্তদের চমকে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে, আনুশকা ৩০ কেজির বারবেল ওয়েট লিফটিং করেছেন।

এই ভিডিও পোস্টে আনুশকা লিখেছেন, 'আমিও পারি ভাই।' দীর্ঘশ্বাস নেওয়ার পর ভারী ওজন তুলেও দেখিয়েছেন তিনি। তার এই জিমের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। একই সঙ্গে নানা মতামত প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ জানতে চেয়েছেন, কোনো অ্যাকশন ছবির জন্য এই ভারোত্তোলনের পরীক্ষা-নিরীক্ষা কিনা।

অবশ্য এ নিয়ে মুখ খোলেননি আনুশকা। তাই বিষয়টা নিছক মনের আনন্দের জন্য নাকি কোনো ছবির জন্য এটা করছেন, তা অস্পষ্টই থেকে গেছে। যদিও ২০১৮ সালের 'জিরো' ছবির পর আনুশকাকে বড়পর্দায় দেখা যায়নি, তারপরও অনেকে ধরে নিয়েছেন, তার এই দীর্ঘ বিরতি নতুন কোনো ছবিতে চমকদার চরিত্রের জন্য। বিষয়টি আসলেই তাই কিনা, তা জানতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। 

বর্তমানে কোনো ছবির শুটিং না করলেও আনুশকা ব্যস্ত আছেন ক্যালেন্ডারের ফটোশুটে। এই শুটের জন্য তিনি এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। সেখানে তার স্বামী বিরাট কোহলিও গিয়েছেন ক্রিকেট খেলার উদ্দেশ্যে।