ইরেশ যাকের। মডেল ও অভিনেতা। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত ওয়েব সিরিজ 'একাত্তর' আগামী ২৬ মার্চ অনলাইন প্ল্যাটফর্ম 'হইচই'-এ মুক্তি পাচ্ছে। এতে পাকিস্তানি মেজর ওয়াসিমের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া 'মিশন এক্সট্রিম' সিনেমাতেও দেখা যাবে তাকে। সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে-

'একাওর'- এ অভিনয়ের ভাবনা কেন করলেন?

বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় এক বছর আমি কাজ থেকে দূরে ছিলাম। তারপর ওয়েব সিরিজটির পরিচালক তানিম নূরের কাছ থেকে এতে অভিনয়ের প্রস্তাব পাই। সে আমাকে Stranger in my own country বইটা তখন পড়তে দেয়। কোনো প্রযোজনা নিয়ে নির্মাতার এমন ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। তানিম চেয়েছে প্রত্যেক শিল্পী যেন চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করতে পারে। তাছাড়া কাজটি শুরু করার আগে মনে হয়েছে 'অপারেশন ব্লিটজ' নিয়ে এর আগে তেমন একটা কাজ আমাদের দেশে হয়নি। তাই উৎসাহ নিয়ে ওয়েব সিরিজটিতে অভিনয় করেছি।

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এখন পর্যন্ত অনেক ছবি নির্মিত হয়েছে। 'একাওর' কতটা আলাদা?

বেশ কিছু জায়গায় পার্থক্য আছে। মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রযোজনায় সাধারাণত মোটা দাগে যুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরা হতো। তবে এখানে সে সময়ের কিছু মানুষের জীবনের ঘটনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যুদ্ধের চেয়েও এখানে কিছু মানুষের জীবনের টানাপোড়েন এবং ওই জীবনগুলো কীভাবে যুদ্ধের দিকে ধীরে ধীরে ধাবিত হয়, তা দেখানোর চেষ্টা করা হয়েছে। নির্মাণেও বেশ কিছু পার্থক্য আছে। সে সময়ের সেট, কস্টিউম সবকিছুতে '৭১-এর আবহ দর্শক খুঁজে পাবেন। দর্শক পুরো প্রযোজনায় আধুনিক নির্মাণে মুক্তিযুদ্ধের ওয়েব সিরিজ দেখতে পারবেন।

টিভি নাটক আর ওয়েব সিরিজের মূল পার্থক্য কোন জায়গায়?

এখনকার সময়ে বেশিরভাগ টিভি নাটকের বাজেট থাকে দুই লাখ টাকা। এই টাকা দিয়ে কতটা মানসম্পন্ন কাজ করা সম্ভব হয়? অনেকে বলেন, কম টাকা দিয়েও মানসম্পন্ন কাজ হয়। সেটি অস্বীকার করছি না। কিন্তু 'একাত্তর' ওয়েব সিরিজটির উদাহরণ সামনে নিয়ে আসি। এ প্রযোজনাটির নির্মাণ কাজ যেভাবে হয়েছে, টিভি নাটকের বাজেট দিয়ে তা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময়কালের সেট, কস্টিউম- সবকিছু মিলিয়ে দুই লাখ টাকা দিয়ে নির্মাণকাজ সম্ভব হতো না। আসলে টিভি নাটকে অর্থের সীমাবদ্ধতাকে মেনে নিতে হয় বলেই প্রযোজনায় কম্প্রোমাইজ করতে হচ্ছে।

মিশন এক্সট্রিম সিনেমার কাজ কতদূর এগোল...

শুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এ মাসের ১২ তারিখে হয়েতো ছবির প্রথম টিজার প্রকাশ পেতে পারে। আর মুক্তির তারিখ নির্মাতারা ভালো বলতে পারবেন।