আগামী ২০ মার্চ দুটি ছবি মুক্তি মুক্তির তালিকায় ছিলো। কিন্তু দেশে দেশে করোনাভাইরাস আতঙ্কের কারণে ছবিগুলো মুক্তি দিতে দ্বিধাদ্বন্দ্বে ভোগছে। পরিস্থিতি এমন থাকলে নির্ধারিত তারিখে ছবিগুলো মুক্তি থেকে পিছিয়ে আসতে পারেন প্রযোজকরা। 

ইতোমধ্যে করোনার জন্য ১৩ মার্চ মুক্তি প্রতিক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি না দেয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক মাসুদ হাসান উজ্জল। 

আগামী ২০ মার্চ প্রতিক্ষিত দুই ছবির মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে বাপ্পি-অপু জুটির প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি ইতোমধ্যে প্রচার প্রচারণায়ও শুরু হয়। মুক্তির তারিখ এখনও ঠিক থাকলেও পরিচালক বলেন, আজ অব্দি মুক্তির তারিখ ২০ মার্চই আছে। দেশের ৮০টির মতো হলে এখন ছবিটির ট্রেলার চলছে। তবে দেশের অবস্থা পর্যবেক্ষণ করে মুক্তির পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সেটা প্রযোজনা প্রতিষ্ঠানই জানাবে। এখন পর্যন্ত বলতে পারি ২০ মার্চই মুক্তি পাচ্ছে।’ 

অন্যদিকে আনুষ্ঠানিক না হলেও সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ছবিটিও ২০ মার্চ মুক্তির ঘোষণা দেয়া হয়েছিলো। এ ছবিটিও নিদিষ্ঠ তারিকে মুক্তি না দেয়ার ইঙ্গিত দিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ কুমার বড়ুয়া। তিনি বলেন,  বান্ধব বাণিজ্যিক ঘরানার ছবি না, একটু ভিন্ন ধারার। তাই সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ২০টির মতো হলে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিলো। তবে মুক্তির তারিখ এখন নির্ধারিত করে বলতে পারছিনা।’ এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছন মৌ খান ও গাজী রাকায়েত।