নাট্য অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ৫০ ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে চোররা। 

পুলিশ জানায়, সোমবার সকালে লিটু আনমের বাসার লোকজন নাস্তা খাওয়ার পর খারাপ বোধ করে। অনেকই দিনের বেলা ঘুমিয়ে পড়েন। পরে রাতে বাসার গেটে তালা দিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং বিভিন্ন আসবাবপত্র এলোমেলো। আলমারি থেকে নগদ এক লাখ টাকা ও ৫০ ভড়ি স্বর্ণালঙ্কার খোয়া যায়। 

এ ঘটনায় ঠাকুরগাঁও থানা পুলিশ বাসা থেকে খাবার আলামত সংগ্রহ করেছে। রাসায়নিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পাঠানো হবে। ঘটনার সময় লিটু আনাম,  তার বড়ভাই শফিউল এনাম পারভেজ কমিশনার বাসায় ছিলেন না।

ঠাকুরগাঁও থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের লোকদের অজ্ঞান করে চুরির ঘটনা ঘটানো হয়েছে।