- বিনোদন
- সত্তরে পৌঁছালেন আলমগীর
সত্তরে পৌঁছালেন আলমগীর

ঢাকাই সিনেমার অভিনেতা আলমগীরের আজ ৭০ বছর পূর্ণ হলো। ১৯৫০ সালের এদিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। আজকের দিনটি বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে সব আয়োজন বাতিল করেছেন এ অভিনেতা।
বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সম্প্রতি আজীবন সম্মাননাপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা বলেন, 'ইচ্ছা ছিল আয়োজন করে জন্মদিন উদযাপন করার। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতিতে জন্মদিন উদযাপন করা সঠিক নয় বলে মনে হয়েছে। দোয়া করছি, যেন সবাই তার পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকি।'
বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রিতে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। তবে শুধু অভিনয় নয়, ২০১৮ সালে আলমগীর 'একটি সিনেমার গল্প' সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেছিলেন আলমগীর, সাদেক বাচ্চু, আরিফিন শুভ, ঋতুপর্ণা, সাবেরী আলমসহ অনেকে।
এ সিনেমাতে একজন সুরকার হিসেবে অভিষেক ঘটে সংগীতশিল্পী রুনা লায়লার। আর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।
মন্তব্য করুন