
আশনা হাবিব ভাবনা
ভাবনা। মডেল ও অভিনেত্রী। বাংলাভিশনে আজ প্রচার হবে তার অভিনীত ধারাবাহিক 'জায়গীর মাস্টার'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
অনেক দিন ধরে 'জায়গীর মাস্টার' প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। দর্শকের কাছে ভালো লাগছে বলেই নাটকটি এতদিন ধরে প্রচার হচ্ছে। এতে আমার অভিনীত চরিত্রের নাম মালেকা বানু। কমেডি গল্পের নাটক হলেও এখানে জীবনের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। নাটকটি দীর্ঘদিন ধরে প্রচারের পেছনে এর রচয়িতা ও নির্মাতা এসএ হক অলিকের ভূমিকা অস্বীকার করার উপায় নেই।
অন্যান্য ধারাবাহিকের কী খবর?
বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করেছি। বিভিন্ন চ্যানেলে এগুলো প্রচার হচ্ছে। তবে এগুলোর বেশিরভাগই আগে শুট করা। করোনার কারণে নতুন করে কোনো পর্বের দৃশ্যধারণ করা হয়নি।
শুটিং বন্ধ। সময় কীভাবে কাটাচ্ছেন?
বাসায় আছি। বই পড়ছি, কবিতা লিখছি। ছবি আঁকারও চেষ্টা করছি। কাক এবং বুদ্ধের ছবি আমার প্রিয়। সম্প্রতি মেকআপ সরঞ্জাম দিয়ে আমার আঁকা ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন। অভিনেত্রী অরুণা বিশ্বাস ফোন করেছিলেন। তিনি বলেছেন, আমি যেন আঁকাআঁকি চালিয়ে যাই। করোনা চলে গেলে মেকআপ সরঞ্জাম দিয়ে আঁকা ছবির প্রদর্শনী করতে চাই। আমার সহকর্মী শামীম সরকার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া মৌসুমী হামিদ, বন্যা মির্জা খুব অ্যাপ্রেশিয়েট করেছেন।
চলচ্চিত্রে আবারও অভিনয় নিয়ে কিছু ভেবেছেন?
নতুন কোনো ছবিতে অভিনয় করতে গেলে অনেক প্রস্তুতির দরকার। তাড়াহুড়া করে কাজ করার ইচ্ছাও নেই। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু মন সায় দেয়নি। অভিনয়ের বিষয়ে আমার বাছ-বিচারের ধরন একটু অদ্ভুত। যেটা আমার কাছে ভালো মনে হবে, সেটাই করতে চাই। 'ভয়ংকর সুন্দর' ছবিতে অভিনয় করেছিলাম এর গল্পটা অসম্ভব ভালো লেগেছিল বলে। বড় বাজেটের এই ছবিতে কাজের অভিজ্ঞতাও ছিল অন্যরকম। চরিত্রেও অনেক ভাঙা-গড়ার বিষয় ছিল। এ ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ পেলে অবশ্যই করব।
মন্তব্য করুন