গত কয়েক দিন হলিউড থেকে বলিউড তারকারা করোনা প্রতিরোধে অর্থ সাহায্য করছেন। এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস।

করোনায় আক্রান্ত এবং করোনা পরিস্থিতিতে পরিষেবার সঙ্গে যুক্ত নারীদের জন্য এ তারকা জুটি ১০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয়াঙ্কা আপাতত লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্বামী নিক জোনাসের সঙ্গে গৃহবন্দি।

বিগত কয়েক দিনে তার মধ্যেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে করোনা প্রতিরোধে একের পর এক কর্মসূচি নিয়েছেন প্রিয়াঙ্কা। এবার তিনি অর্থ সাহায্যের জন্য এগিয়ে এলেন। এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রতি সপ্তাহে চারজন মহিলার কাহিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন প্রিয়াঙ্কা।

সোশ্যাল মিডিয়ায় তাদের অর্থ সাহায্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, 'এই কঠিন সময়ে যেসব নারী সব রকমের প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছেন তাদের জন্য আমরা ১০ লাখ ডলার দান করব।' প্রসঙ্গত, এর আগে বিশ্বজুড়ে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নিয়েছেন 'নিকিয়াঙ্কা' জুটি।