- বিনোদন
- করোনা মোকাবেলায় কত টাকা দিলেন শাহরুখ?
করোনা মোকাবেলায় কত টাকা দিলেন শাহরুখ?

সালমান, অক্ষয় ও ঋত্বিক রোশানরা করোনা মোকাবেলায় সাহায্য করার খবর এলেও বলিউডের সবচেয়ে ধনি তারকা শাহরুখ খানের কোন সহায়তা করার খবর পাচ্ছিলেন না তার ভক্তরা। এবার ভক্তরা পেলো সে খবর। একটি দুটি নয়, করোনা মোকাবিলায় সাতটি ফান্ডে অর্থ সাহায্য করেছেন বলিউডের সবচেয়ে ধনী এই তারকা।
সম্প্রতি ‘রাত কে বাদ নয়ে দিন কী সহর আয়েগি, দিন নহি বদলেগা, তারিখ বদল জায়েগি।’ কথাগুলো লিখে ইনস্টাগ্রামে এমনই একটা স্ট্যাটাস দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এর মাধ্যমেই জানান দিলেন আজকের তারিখ বদলে যাবে। বদলে যাবে এই পরিস্থিতিও।
শাহরুখ খান পিএম কেয়ারস ফান্ড, মহারাষ্ট্র চিফ মিনিস্টার’স রিলিফ ফান্ড, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ফর হেল্থকেয়ার প্রোভাইডারস, এক সাথ-দি আর্থ ফাউন্ডেশন, রোটি ফাউন্ডেশন, ওয়র্কিং পিপল’স চার্টার, সাপোর্ট ফর অ্যাসিড অ্যাটাক সারভাইভার ফান্ডগুলোতে বিপুল পরিমানের অর্থ প্রদান করেছেন।
তবে এই সাত ফান্ডে শাহরুখ খান মোট কত টাকা দান করেছেন তা উল্লেখ করেননি। এদিকে শুধু অর্থ সাহায্য নয়, করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতেও নানা কর্মর্সচি হাতে নিয়েছেন কিং খান। তারই অংশ হিসেবে তিনি ভারতবাসীকে আবেদন জানিয়েছেন, কিছু দিন একে অপরের কাছ থেকে একটু দূরে থাকার জন্য।
মন্তব্য করুন