করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই যেনো স্থবির হয়ে  আছে।  বন্ধ হয়ে গেছে বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজন। বন্ধ হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বড় বড় উৎসব, কনসার্ট ও সিনেমার কার্যক্রম। বন্ধ হয়েছে লাইট-ক্যামেরা আর অ্যাকশন। ফলে বাসাতেই  গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে তারকাদের।  

গৃহবন্দির এ সময়টাতে কি করছেন বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন?  এই প্রশ্ন নিয়েই ফোনে কথা হয় তার সঙ্গে। মেহজাবিন বলেন, গৃহবন্দির এ সময়টাতে ডায়েট নিয়ে চিন্তা করছিনা।  'কী খাব, কতটা ওজন বাড়বে, এসবের ভয় না করে প্রতিদিনই নানান কিছু খাচ্ছি। ওজন বাড়লে পরে না হয় কমানো যাবে,' কথাগুলো বলার পর  হাসি তার কণ্ঠে। 

বাড়িতে থাকার বিষয় নিয়ে মেহজাবিন বলেন, 'বাড়িতে থাকতে কাদের অসুবিধা হচ্ছে, জানি না। আমার তো প্রতিদিনই শুটিং থাকত। তাই বাড়িতে থাকতে ভালোই লাগছে।'

টিভি নাটকের প্রায় প্রতিটি শুটিং বাড়ি প্রত্যেকদিন প্রায় ১৪ ঘণ্টার শিফটে গমগম করত। সেই শুটিং বাড়িগুলোয় খাঁ খাঁ করছে এখন। নির্দেশ মেনে বন্ধ হয়েছে সব ধরনের শুটিং। তাই এক প্রকার ছুটির  আমেজেই বাসায় দিন কাটানো এ অভিনেত্রী সবাইকে আপাতত আগামী কিছু দিন বাসা থাকারও  আহ্বান জানালেন।