করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বই যেনো স্থবির হয়ে  আছে।  বাংলাদেশেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছে বাংলাদেশে। এর মধ্যে সেরে উঠেছে ৩৩ জন সেরে উঠলেও মৃত্যু হয়েছে ১৭ জনের।  

এই পরিস্থিতি বাংলাদেশসহ বিশ্বের বড় বড় উৎসব, কনসার্ট ও সিনেমার কার্যক্রম। বন্ধ হয়েছে লাইট-ক্যামেরা আর অ্যাকশন। ফলে বাসাতেই  গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে তারকাদের। গৃহবন্দির এই সময়টা বেশ কাজেই লাগালেন অভিনেতা আনিসুর রহমান মিলন। বাসায় বসে লিখে ফেললেন সিনেমার গল্প। 

তাও আবার একটি দুটি নয় তিনটি সিনেমার গল্প লেখার কথা জানালেন এ অভিনেতা। গল্পগুলোর নাম হচ্ছে ‘ইয়েস’, ‘রেড বাক্স’ ও ‘আলো’ । মিলন জানালেন গল্পগুলো নিয়ে তিনি নিজেই সিনেমা নির্মাণ করবেন। 

মিলন বলেন, অভিনয়ের ফাঁকে নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেছি। সেই জায়গা থেকে সিনেমা নির্মাণের ইচ্ছা অনেকদিনের। যেহেতু এখন কাজের ব্যস্ততা নেই তাই ছবির গল্প সাজালাম। প্রযোজক পেলেই ছবি তিনটি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।