কঙ্গনা রানাউত করোনা ভাইরাসে ভারত লকডাউনের আগে ‘থালাইভি’ ছবির শেষের পর্যায়ের শুটিং করছিলেন। ছবিটির শুটিং শেষ করতে পারেননি। লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। ছবিটিতে তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী আম্মা ড. জে. জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। 

করোনা ভাইরাসে এই পরিস্থিতিতে যেহেতু ‘থালাইভি’ ছবির শুটিং বন্ধ আছে তাই ছবিটির কলাকুশলীদের আয় রোজগারের দিকটাও বন্ধ। এই ছবিটির কলাকুশলী নন বলিউডের সিনেমা অঙ্গনের সব কলাকুশলীদেরও আয় বন্ধ। ফলে আর্থিক সমস্যায় ভোগছেন তারা। 

এমন এই দুঃসময়ে অনেকেই দাঁড়িয়েছেন চলচ্চিত্রকর্মীদের পাশে। এবার এই তালিকায় যুক্ত হলেন কঙ্গনা রানাউত। ‘থাইলাইভি’ ছবির সঙ্গে যুক্ত দৈনিক আয় ভিত্তিক এবং ফিল্ম ফেডারেশন কর্মীদের পাশে দাঁড়ালেন তিনি। যদিও এর  আগে ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কয়েক হাজার দৈনিক শ্রমিকের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন শাহরুখ, সালমান, অক্ষয়, হৃত্বিকরা। এবার সেই তালিকায় কঙ্গনাও। দিলেন  ১০ লক্ষ টাকার অনুদান ।

শুধু শ্রমিকদের পাশেই নয়, করোনা মোকাবিলায় এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষের অনুদান দেন কঙ্গনা।