- বিনোদন
- এশিয়ার সেরা ২৫ ছবির তালিকায় 'আহা রে'
এশিয়ার সেরা ২৫ ছবির তালিকায় 'আহা রে'

'আহা রে' ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ
'এশিয়ান মুভি পালস'-এর সেরা ২৫ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে আরিফিন শুভ-ঋতুপর্ণা জুটির ছবি 'আহা রে'। তালিকাটি তৈরি হয়েছে মূলত খাদ্যবিষয়ক গল্পের ছবি নিয়ে।
সেখানে বিভিন্ন দেশের সেরা খাদ্যবিষয়ক ছবির পাশাপাশি 'আহা রে' নাম দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর প্রযোজক ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার কথায়, 'পুরো বিশ্বে একটা মন্দ সময় বিরাজ করছে। এর মাঝে এমন একটি ভালো খবর পাওয়া সত্যি ভীষণ আনন্দের।
সেই আনন্দ ভাগ করে নিতে চাই আমার দর্শকদের সঙ্গে।' অভিনেতা আরিফিন শুভর কথায়, 'আহা রে' আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্ন ধরনের একটি ছবি। বিভিন্ন দেশে ও চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে অনেক দর্শকের।
এবার 'এশিয়ান মুভি পালস'-এর সেরা ২৫ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে- তা আমাদের জন্য অনেক সম্মানের। শুভর পাশাপাশি একই কথা শোনা গেছে ছবির পরিচালক রঞ্জন ঘোষের মুখে।
মন্তব্য করুন