- বিনোদন
- টিভি ও অনলাইনে রবীন্দ্রজয়ন্তীর নানা আয়োজন
টিভি ও অনলাইনে রবীন্দ্রজয়ন্তীর নানা আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে প্রতি বছরের মতো সংখ্যায় কম হলেও এবারও টিভি চ্যানেলগুলোয় থাকছে নানা আয়োজন। করোনাভাইরাস মহামারির কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, নাটক ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে নতুন কোনো অনুষ্ঠান অনেকের পক্ষে করা সম্ভব হয়নি। যে জন্য বেশ কিছু চ্যানেল আলোচিত পুরোনো নাটক, টেলিছবি ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করছে। টিভি চ্যানেল ছাড়াও ছায়ানট, বটতলা বিভিন্ন সংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে প্রচার করবে রবীন্দ্রজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান।
এনটিভি আগামীকাল সকাল সাড়ে ১০টায় নৃত্যানুষ্ঠান 'জয় জয়ন্তী' প্রচারের মধ্য দিয়ে শুরু হবে রবীন্দ্রজয়ন্তীর টিভি আয়োজন। এতে অংশ নিয়েছেন নৃত্যশিল্পী সোহেল, চাঁদনী, তিথি, জয়ন্তী নিশা ও তাজিয়া। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত টেলিছবি 'ডিটেকটিভ'। তারিক মুহাম্মদ হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, মৌটুসী বিশ্বাস প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে নাটক 'ল্যাবরেটরি'। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এটিএন বাংলায় আগামীকাল রাত ৮টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান 'মনে কি দ্বিধা'। ইভা রহমানের গাওয়া কয়েকটি রবীন্দ্রসংগীত দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
রাত ৯টায় প্রচার হবে কবি গুরুর গল্প নিয়ে নির্মিত নাটক 'উদ্ধার'। এটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই 'তারকাকথন'-এর রবীন্দ্রজয়ন্তীর পর্বে থাকবেন কণ্ঠশিল্পী অনিমা রায়। পাশাপাশি এ চ্যানেলে প্রচারিত সংগীতানুষ্ঠানে কবিগুরুর অপ্রচলিত ৯টি গান শোনাবেন কণ্ঠশিল্পী সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দ্রনাথ রায়, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায় প্রমুখ। আরটিভি শুক্রবার রাত ৮টায় প্রচার করবে নাটক 'তপস্বিনী'। সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম প্রমুখ। একই দিন দুপুরে বাংলাভিশন প্রচার করবে রবীন্দ্র গল্পের নাটক 'নিশীতে'। পরিচালনার পাশাপাশি এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান। তার বিপরীতে আছেন অপি করিম। দেশ টিভিতে বিকেল ৩টায় প্রচার হবে 'প্রিয়জনের গান'।
এ আয়োজনের শিল্পীরা হলেন ফাহিম হোসেন চৌধুরী ও সুস্মিতা আহমেদ বর্ণা। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে 'নব রবি কিরণে'। এতে থাকছে কণ্ঠশিল্পী অদিতি মহসিন ও বুলবুল ইসলামের পরিবেশনা। এর বাইরেও শুক্রবার বিভিন্ন চ্যানেলে থাকছে রবীন্দ্রজয়ন্তীর নানা আয়োজন। অন্যদিকে অনলাইনে থাকছে ছায়ানটের আয়োজন 'ওই মাহমানব আসে'। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ছায়ানটের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে সন্জিদা খাতুনের গ্রন্থনার এ আয়োজনটি।
মন্তব্য করুন