- বিনোদন
- মেয়ে আয়রাকে অভিনয়ে নিয়ে এলেন মিথিলা
মেয়ে আয়রাকে অভিনয়ে নিয়ে এলেন মিথিলা

করোনা ভাইরাসের এই সময়টাতে গৃহবন্দি হয়ে আছেন ঢাকাই শোবিজের সব তারকা। ঘরে বসে নানা কর্মকাণ্ড করছেন তারা। করছেন শুটিংও। ঘরবন্দি মিথিলা এবার নির্মাতা হিসেবে হাজির হলেন। নির্মাণ করলেন দ্য ফরগটেন ওয়ান' নামের শর্টফিল্ম।
শর্টফিল্মটিতে মিথিলা নিজেও অভিনয় করেছেন। কিন্তু এই শর্টফিল্মের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে আয়রা।
এটির গল্প লিখেছেন মিথিলার বোন মিম রশিদের স্বামী জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকের। এটি নির্মাণে মিথিলাকে সহযোগিতায় করেছেন তার আরেক বোন মডেল-অভিনেত্রী মিশৌরি রশিদ।
'দ্য ফরগটেন ওয়ান' শর্টফিল্ম মিথিলা তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
মন্তব্য করুন