- বিনোদন
- রাব্বিকীনের কথায় ঝিলিকের নতুন গান
রাব্বিকীনের কথায় ঝিলিকের নতুন গান

আসমা ঝিলিক
ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে ২০১৪ সালে প্রকাশ হয়েছিলো চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকের একক অ্যালবাম 'প্রথম প্রেম'। সেই অ্যালবামের বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পায়। এর বাইরেও রাব্বিকীনের কথায় আরো বেশ কিছু গান উঠে আসে ঝিলিকের কণ্ঠে।
এবার ফের একসাথে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তারা। রাব্বিকীনের কথায় আসছে ঈদে প্রকাশ পাচ্ছে ঝিলিকের নতুন গান 'যাইয়োনা যাইয়োনা'। গানটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ।
সিডি চয়েসের ব্যানারে আগামী কয়েক দিনের মধ্যে লিরিক ভিডিও আকারে প্রকাশ হবে গানটি। এ বিষয়ে ঝিলিক বলেন, অনেক দিন পর রাব্বিকীন ভাইয়ের কথায় নতুন গান আসছে। এর আগে তার লিখা আমার গাওয়া বেশ কিছু গানই পছন্দ করেছেন শ্রোতারা।
এবারের গানটিও বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। ফয়সাল রাব্বিকীন বলেন, এটি আমার ও ঝিলিকের ১৫ তম গান। এর আগের গানগুলো থেকে অনেক সাড়া পেয়েছি। এবারের গানটি নিয়েও প্রত্যাশা অনেক। আশা করছি ভালো লাগবে সবার।
মন্তব্য করুন