- বিনোদন
- করোনায় ফের এগিয়ে এলেন শাহরুখ
করোনায় ফের এগিয়ে এলেন শাহরুখ

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে ফের এগিয়ে এলেন শাহরুখ খান। মহামারী রোধে কাধে কাধ মিলিয়ে চিকিৎসক, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন কিং খান।
ভারতীয় গণাধ্যম জানিয়েছে, এবার ফের চিকিৎসক, নার্স-সহ চিকিৎসা কর্মীদের জন্য পিপিইসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করলেন কিং খান। শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হচ্ছে এই ব্যবস্থা।
সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,চিকিৎসক, চিকিৎসা কর্মীরা যেভাবে করোনা মোকাবিলায় দিনরাত এক করে কাজ করছেন, তাতে তাঁদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিলে, আরও মানুষ উপকৃত হবেন। শুধু তাই এই ছোট্ট একটু সাহায্য মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই পরিস্থিতিতে। এমনও জানানো হয় মীর ফাউন্ডেশনের তরফে।
তবে এই প্রথম নয়। এর আগে দেশটির প্রধানমন্ত্রী-সহ দিল্লি, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদে ত্রাণ তহবিলে অনুদান দেন শাহরুখ খান। পাশাপাশি মুম্বাইতে নিজের চারতলা অফিসকেও কোয়ারেন্টিন সেন্টারে পরিণত করেন শাহরুখ খান।
মন্তব্য করুন