- বিনোদন
- ঈদে আসিফ আকবরের নতুন গান
ঈদে আসিফ আকবরের নতুন গান

সর্ম্পকগুলো অদ্ভুত , জীবন এখানে অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবনে , জীবনের অর্থ কখনো কখনো অধরাই থেকে যায় । এখানে গান হয়ে ওঠে গল্প, আর গল্প হয়ে ওঠে গান।’ এভাবেই একটি স্মৃতিচারণ নোটের ইতি টানলেন আসিফ আকবর।
তবে বাস্তব জীবনে নয় , মিউজিক ভিডিওতে। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করেছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘পিরিত কইরা কান্দি আমি’। এই গানের ভিডিওর দৃশ্য এটি । জনপ্রিয় লেখক ও নির্মাতা সাদাত হোসাইনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই গানের ভিডিও।
গীতিকার ওমর ফারুক লিখেছেন ‘পিরিত কইরা কান্দি আমি’ শিরোনামের এই গান । সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম । গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ২২ মে , শুক্রবার দুপুরে।
আসিফ আকবরের গায়কীতে শ্রোতারা ডুবে গেছেন ঘোরের রাজ্যে আর গানের ভিডিওতে মঈন হাসান ও অনামিকা সরকারের অভিনয় দর্শকদের নিয়ে গেছে অন্য এক জগতে। লোকেশন , চিত্রায়ন ছড়িয়েছে মুগ্ধতা।
আসিফ আকবর বলেন,’ পিরিত কইরা কান্দি আমি একটি ঘোর লাগা গান। গানের কথা, সুর ও সঙ্গীত কলিজায় লাগে। সেই সাথে সাদাতের ভিডিও নতুন মাত্রা যোগ করেছে গানটিতে । আমি আশা করছি গানটি যুগ যুগ বেঁচে থাকবে ।
মন্তব্য করুন