ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ফ্যাশনেবল নায়িকা নুসরাত ফারিয়ার বাগদান হয়েছে সম্প্রতি।  বাগদানের খবর পেয়েই গত সোমবার  যোগাযোগ করা হয় এ নায়িকার সঙ্গে। সমকালকে বাগদান বিষয়ে নিশ্চিত করে জানান এ বিষয়ে সেদিন আর কোন কথা নয় । বাগদানের  বিষয়ে কথা বলবেন দুইদিন পর। পরে শিডিউল মোতাবেক যোগাযোগ করা হয় এ নায়িকার সঙ্গে।  বাগদান সম্পর্কে ফারিয়া বলেন, মনে করলাম বাগদানের এটাই উত্তম সময়। তই করে ফেলা।’

কুমিল্লার মেয়ে ফারিয়ার হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। রনির বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামে। তাদের  প্রথম পরিচয়টা হয়েছিল ২০১৪ সালের মার্চ মাসে। কাকতালীয়ভাবে তারা এ বছরের মার্চেই বাগদান সেরেছেন। প্রেমের সম্পর্কের ৭ বছর পূর্তিতে তারা আংটিবদল করেন। করোনাভাইরাসের সঙ্কট কেটে গেলে ধুমধাম করে হবে রনি-ফারিয়া জুটির বিয়ের অনুষ্ঠান।

সাত বছর ধরে রনির সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক। সম্পর্কটার শুরু কিভাবে? এমন প্রশ্ন করলে উত্তরে ফারিয়া বলেন, আমাদের এক কমন এক বন্ধুর মাধ্যমে একে অপরে পরিচয়। তখন আমি সিনেমায় পা দেইনি, উপস্থাপনাই করতাম। আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়াছিলাম, উনি (রনি) তখন অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন।  তার এক-দুই মাস পর উনিই প্রথম আমাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেন। তখন দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। পরিচয়ের এক বছর পর ভালোবাসার প্রস্তাবটা তার পক্ষ থেকেই আসে। ব্যাস রাজি হয়ে যাই। 

ফারিয়ার মতো নায়িকার বাগদান হয়েছে একেবারেই সাদামাটাভাবে। দুইপরিবারের সদস্যদের বাইরে তেমন কেউ ছিলেননা। কিন্তু বিয়ের আয়োজন সাদামাট নয়। বেশ জাঁকজমকভাবেই হবে বলে জানান ফারিয়া।