একক গানের জোয়ারেও অ্যালবাম করার কথা বলেছিলেন কণ্ঠশিল্পী তাহসান। কথা দিলে কথা রাখেন- তার প্রমাণ বহুবার দিয়েছেন তাহসান। এবারও নিজের দেওয়া কথা রাখতে সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন 'সবার জন্য না' অ্যালবামের প্রথম গান। শিরোনাম 'প্রতিবাদী গান'। এটি একক নয়, তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম অ্যালবামের গান।

গানটি লিখেছেন শিল্পী নিজে। সুর ও সংগীতায়োজন করেছেন তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের সদস্যরা সম্মিলিতভাবে।

অনেকদিন পর অ্যালবামের গান প্রকাশ নিয়ে তাহসান বলেছেন, 'প্রায় চার বছর পর নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান আপলোড করলাম। আমার ব্যান্ডের প্রথম অ্যালবাম 'সবার জন্যে না'-এর প্রথম গান এটি।'

গান নিয়ে তাহসান আরও বলেছেন, 'অসুস্থ পৃথিবীতে চারিদিকে শুধু অসুস্থ চিন্তা-চেতনার আগ্রাসন। এর মাঝেও কিছু মানুষ একটা সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখে আর প্রতিবাদের ভাষা খোঁজে। আমাদের এই গান শুধু তাদের জন্যে, সুস্থ মনের মানুষের জন্যে!' গানের পাশাপাশি সম্প্রতি ঘরে বসে 'কানেকশন' নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তাহসান। ছবিটি প্রযোজনা করেছেন বিদ্যা সিনহা মিম। একই সঙ্গে অভিনয় করেছেন তাহসানের সহশিল্পী হিসেবে। স্বল্পদৈর্ঘ্য ছাড়াও তাহসান কাজ করছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য ছবি 'নো ল্যান্ডস ম্যান'-এ।