- বিনোদন
- করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা
করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সমকাল অনলাইনকে বন্যা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ এখনও বেশ ভালোই আছি। চিকিৎসকদের সব ধরনের পরামর্শ মেনে চলছি। সবাই আমার জন্য দোয়া করবেন।' বন্যা জানান, ২৩ জুন আবারও পরীক্ষা করাতে হবে তাকে। এবার পরীক্ষার ফল নেগেটিভ এলে চিন্তামুক্ত হবেন তিনি।
রেজওয়ানা চৌধুরী বন্যা শুধু বাংলাদেশেই নন, উপমহাদেশের অন্যতম রবীন্দ্রসংগীত শিল্পী। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ পদক পেয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯২ সালে ‘সুরের ধারা’ নামে একটি সঙ্গীতশিক্ষালয় প্রতিষ্ঠা করেছেন তিনি।
মন্তব্য করুন