- বিনোদন
- ‘নাচ-গানের ছবিতে অভিনয় করব না কখনও বলিনি’
‘নাচ-গানের ছবিতে অভিনয় করব না কখনও বলিনি’

জ্যোতিকা জ্যোতি অভিনেত্রী। বেশ কিছুদিনের বিরতির পর 'বকুলের বিবাহ' নামে জনসচেতনতামূলক একটি নাটকের অভিনয় করেছেন তিনি। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয়
তার সঙ্গে-
কাজের বিষয়ে আপনি খুব হিসাবি। সেদিক থেকে অভিনয়ের জন্য 'বকুলের বিবাহ, বকুলের সংসার' নাটকের কোন দিকটি শক্তিশালী বলে মনে হয়েছে?
নাটক, চলচ্চিত্র, টেলিছবি- যার কথাই বলুন না কেন, সবার আগে দেখে নিই তার গল্পটা কেমন। গল্পের কারণে চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 'বকুলের বিবাহ' নাটকটি তেমনই। গল্পই এর প্রাণ। অন্তত আমার আগের নাটকগুলো থেকে কিছুটা হলেও আলাদা এর গল্প। যেখানে দর্শককে বিনোদনের পাশাপাশি সচেতনতামূলক কিছু বার্তা তুলে ধরা হয়েছে। নাটকে আমি 'জিনাত আরা' নামে একজন স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। এ চরিত্রে অভিনয় এক ধরনের ভালো লাগা কাজ করেছে। 'বকুলের বিবাহ' ও 'বকুলের সংসার' নামে দুই ভাগে নির্মিত এ নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান।
করোনাকালে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
করোনায় শুটিং বন্ধ থাকায় অনেক দিন অভিনয়ের বাইরে ছিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য মনটা অস্থির হয়ে উঠেছিল। মানসম্মত এবং নিরাপদ ইউনিট ছাড়া করোনাকালে কাজ করা ঝুঁকিপূর্ণ। ভালো পরিবেশ পেয়েছি বলেই শুটিংয়ে রাজি হয়েছি। আর শুটিংয়ে এসে মনে হয়েছে, এ এক অচেনা এক পরিবেশ। নিরাপদ দূরত্ব মানার তাগিদ ছিল অনেকের মধ্যেই। কারও কারও মধ্যে বেশি সচেতনতা ছিল।
ছোট পর্দায় আপনি অনিয়মিত। এখন থেকে কী নিয়মিত কাজ করবেন?
মাঝে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এখনও এ মাধ্যমেই আমার মনোযোগ। কিন্তু ছোট পর্দা দিয়ে জ্যোতিকে দর্শক বেশি চিনেছেন। নিজের চিরচেনা ভুবনে থাকতে সবারই ভালো লাগে। তার পরও টিভি নাটকে অনিয়মিত। কারণ যে ধরনের কাজের প্রস্তাব পাচ্ছি, সেগুলো করার ইচ্ছা নেই। যে নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করে নিজে আনন্দ পাব, দর্শকেরও ভালো লাগবে, সেটাই করতে চাই। মানহীন কাজ করে সংখ্যা বাড়াতে চাই না।
শুনেছি, একটি তথ্যচিত্রে কাজ করেছেন?
হ্যাঁ, ক'দিন আগে একটি তথ্যচিত্রে কাজ করেছি। নারীদের ক্যান্সার সম্পর্কে সচেতন করে তুলতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন অভিনেতা মাজনুন মিজান। ৩ মিনিটের এই তথ্যচিত্রে আমাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। শিগগির বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।
বাণিজ্যিক সিনেমায় আপনাকে দেখা যায় না...
আমার কাছে আর্ট কিংবা বাণিজ্যিক ছবি বলতে আলাদা কিছু নেই। নাচ-গান, অ্যাকশন দৃশ্যে অভিনয় করব না কখনও বলিনি। যে কোনো ছবিতেই কাজ করতে পারি। ভালো গল্প, চরিত্র হলে সব ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি, সেগুলো গৎবাঁধা গল্পের অন্যান্য ছবি থেকে কিছুটা হলেও আলাদা। এ কারণেই হয়তো অনেকের মনে হয়েছে, আমি বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করি না।
মন্তব্য করুন