- বিনোদন
- মুক্তি পেয়েছে 'সেলাই জীবন'
মুক্তি পেয়েছে 'সেলাই জীবন'

নির্মাণের দুই বছর পর অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি 'সেলাই জীবন'। গতকাল সন্ধ্যায় বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে ছবিটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দিনের 'শরীরবৃত্তীয়' গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। অভিনয়ে শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।
আমাদের দেশের গার্মেন্ট শ্রমিকদের করুণ দশা কার না জানা। পাওনা আদায়, বেতন-বোনাস নিয়ে কত না আন্দোলন করতে হয় তাদের। এরপর শ্রম দিতে গিয়ে একজন নারী শ্রমিকদের কত না পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তারপর থাকছে নানা প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে বইছে করোনাভাইরাসের ভয়াবহতা।
অর্ধহারে অনাহারে ভিন্ন জীবিকায় জীবন কাটছে গার্মেন্ট শ্রমিকদের। অথচ গার্মেন্ট দেশের আয়ের একটি বিশাল অংশ জুড়ে। কিন্তু তারা যে পারিশ্রমিক পান তা দিয়ে কি জীবন চলে। গার্মেন্টের এ দিকগুলো নিয়ে তৈরি হয়েছে ‘সেলাই জীবন’।
নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
মন্তব্য করুন