- বিনোদন
- গায়ে কাদা মেখে ট্রলের শিকার সালমান
গায়ে কাদা মেখে ট্রলের শিকার সালমান

করোনাকালে এমনিতে বড় পর্দায় কোনো ছবি মুক্তি না হওয়ায় অস্বস্তিতে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার ওপর সুশান্তের মৃত্যুর পর একের পর এক বিতর্কের মুখে পড়েছেন তিনি। এবার ফসলের মাঠে কাদামাখা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নেটিজেনদের ট্রলের শিকার হলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিতে দেখা যায়, কাদা মাখা গায়ে তিনি কৃষি জমিতে কাজ করছেন। হয়তো তিনি উপলব্ধি করতে চেয়েছেন, ‘কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। মানুষের জন্য উৎপন্ন করে আহার। তেমনি সুপারস্টার সালমান খানও চেষ্টা করেছিলেন কৃষকের কষ্ট অনুভব করতে।
লকডাউনের মধ্যে তিনি কখনও গায়ক, আবার কখনও নায়ক হয়ে উঠলেও এবার তিনি ধরা দিয়েছেন ‘কৃষকের ভূমিকায়’। ফসলের মাঠে ঘুরে বেড়াচ্ছেন, ধান কাটছেন, কর্দমাক্ত অবস্থায় খেতে বসে রয়েছেন। এমন নানা ‘পোজে’ ছবি পোস্ট করেছেন তিনি। আর কৃষকদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তারাই মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রাথমিক কাজটা করেন। আর সে কাজ যে কতখানি কষ্টকর, সেটাই যেন নিজে অনুভব করতে পেরেছেন সালমান। তাঁর পোস্ট অন্তত সে কথাই বলছে।
অনেকেই লিখেছেন, ভালো সাজার ‘নাটক’ করেন সালমান। অনেকেই তার এই ‘মেকি’ চেহারা মেনে নিতে পারছেন না। অনেকেই লিখেছেন, “সুশান্ত কখনো শো-অফ করতেন না আপনার মতো। এটাই পার্থক্য আপনার আর ওর মধ্যে।”
আবার অনেকেই কটাক্ষ করে বলেছেন, ‘যারা ফুটপাতে শুয়ে থাকে, তাদেরও সম্মান জানান।’ একদল নেটিজেন আবার সালমানকে কার্যত বয়কটেরও ডাক দিয়েছেন। আরেকজন বলছেন, ‘শরীরে কাদা মাখলেই কৃষকদের সম্মান জানানো যায় না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন