- বিনোদন
- ‘গাঙকুমারী’র জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে
‘গাঙকুমারী’র জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে

২০১৯-২০২০ অর্থবছরে ১৬টি চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ‘গাঙকুমারী’চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনায় করছেন ফজলুল কবীর তুহিন। চলচ্চিত্রের সব পাত্রপাত্রি পেলেও `গাঙকুমারী’র চরিত্রে কোন শিল্পীকে খোঁজে পাচ্ছেন না পরিচালক।
বিষয়টি নিয়ে পরিচালক বলেন, ‘এররই মধ্যে ছািবর গল্প তৈরী করেছি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। আগামী অক্টোবরে আমরা শুটিং করার চিন্তা করছি। ঊদের আগেই আমরা ছবির টিম নিয়ে লোকেশন দেখতে যাব। তবে ছবির মূল চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করার জন্য আমরা ‘গাঙকুমারী’কে খোজে পাচ্ছি না। বিষয়টি নিয়ে আমাদের চলচ্চিত্রের ‘গাঙকুমারী’ পেইজে বিজ্ঞপ্ত দিয়েছি। আগহীরা আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন।
মূলত ‘গাঙকুমারী’ গ্রাম বাংলার একটি বাস্তব চরিত্র। বাংলাদেশের ভাটি অঞ্চলের ১৮-১৯ বছরের এক জেলেকন্যা ‘গাঙকুমারী’। ভাটি অঞ্চলের নদী, পানি, গাছ, পাখি ও আকাশের সঙ্গে প্রকৃতির অংশ হিসেবেই বিরাজ করে, গাঢ় শ্যামল রঙের এই মেয়েটি। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সহজশক্তি গাঙকুমারী চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য এবং এই কারণেই আবহমান বাংলার নারীর আকাঙ্ক্ষা ও সংগ্রামের প্রতিনিধিত্বও করে সে। শাপলা ফোটা নদীর বুকে বেড়ে ওঠা, অত্যন্ত স্বল্পভাষী এই মেয়েটির জীবন নানা বাঁকে বিচিত্র ঘটনাবলির মধ্য দিয়ে বয়ে চলে এবং এর ভেতর দিয়ে উঠে আসে বাংলার সমাজ ও সংস্কৃতির জলছবি। এমন চরিত্রের জন্যই খোঁজা হচ্ছে নতুন মূখ।
মন্তব্য করুন