- বিনোদন
- বিদ্যা সিনহা মিমও কোরবানি দিলেন!
বিদ্যা সিনহা মিমও কোরবানি দিলেন!

দৃষ্টান্ত স্থাপন করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অন্য ধর্মের হলেও এবার নিজের বাসার কাজের লোক, বাসার দারোয়ান, কেয়ারটেকারদের জন্য একটি ছাগল কোরবানি দিয়েছেন। মিম নিজেই এ খবর বেশ আনন্দময় চিত্তেই জানালেন।
বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। সেখানে বলেন, 'ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। আশা করি, বৈশ্বিক মহামারীর এই সময়ে সবাই নিরাপদে নিজ নিজ জায়গায় ঈদ উৎযাপন করবেন। আমিও আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে কাল ছোট পরিসরে ঈদ পালন করবো।'
মানুষ মানুষের জন্য চিরপ্রচলিত গানের এই বাক্যটি সামনে এনে বলেন, 'ছোট বোনকে মিস করব। কিন্তু পাশে আছেন মা, বাবা আর প্রিয় ড্রাইভার ভাই এবং গৃহকর্মী। বাসার প্রিয় কর্মীদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র আয়োজন। জীবনে প্রথমবার ওদের জন্য কিছু করতে পেরে সত্যি অন্যরকম আনন্দ লাগছে। মানুষ মানুষের জন্য। ঈদ মোবারক।'
যদিও মিমের এই ত্যাগের বিষয়ে সোশ্যাল হ্যান্ডেলে অনেকেই প্রশংসা করেছেন, তারপরেও কিছু 'ধর্ম প্রসঙ্গ'কে মানুষ কটূবাক্য লিখেছেন। অবশ্য ভক্তরা সেইসব কটূবাক্য ব্যবহারকারীদের একহাত নিয়েছেন।
মিম বছর দুইয়েক আগেই গণমাধ্যমকে বলেছিলেন, ক্যারিয়ার শুরুর সময় অনেকেই আমাকে বলেছিলেন, হিন্দু জানতে পারলে সমস্যায় পড়তে হতে পারে। তাই সবাই আমাকে মিম বলেই ডাকতে শুরু করেন। আমি চেয়েছিলাম, কাজ আমার পরিচয়, ধর্ম নয়! ধর্ম কখনোই আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি।’
মন্তব্য করুন