- বিনোদন
- মধ্যরাতে আহত চিত্রনায়িকা পূজা চেরি
মধ্যরাতে আহত চিত্রনায়িকা পূজা চেরি

পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। মঙ্গলবার দিবাগত রাতে নায়িকার মা সমকালকে জানিয়েছেন এ খবর। এতে করে মাথা ও কপালে আঘাত পেয়েছেন পূজা। মধ্যরাত হওয়ায় বাসাতে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নায়িকার মা ঝরনা রায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পূজাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পারিয়ে রাখা হয়েছে।
পূজার মা ঝরনা রায় বলেন, ‘মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। মাথা ও কপালে আঘাত পেয়েছ কিছু জায়গায় কেটেও গেছে। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে।'
করোনা পরিস্থিতির কারণে মধ্যরাতে তাকে হাসপাতলে নেয়া হয়নি বলে জানিয়েছেন নায়িকার মা। তবে চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নেয়া হচ্ছে।
এদিকে পূজা চেরি সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান। এতে পূজার নায়ক হিসেব থাকবেন এবিএমন সুমন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জিন’ ছবিটিও। এতে তার নায়ক হিসেবে আছেন সজল।
মন্তব্য করুন