- বিনোদন
- করোনায় মারা গেলেন গায়ক ও অভিনেতা ত্রিনি লোপেজ
করোনায় মারা গেলেন গায়ক ও অভিনেতা ত্রিনি লোপেজ

ত্রিনি লোপেজ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়ক, গিটারিস্ট ও অভিনেতা ত্রিনি লোপেজ। ১১ আগস্ট ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
ত্রিনি লোপেজ ১৯৬৭ সালে ক্লাসিক যুদ্ধের চলচ্চিত্র ‘দ্য ডার্টি ডোজেন’-এ পেড্রো জিমিনেজের ভূমিকায়অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। একজন দক্ষ গিটারিস্ট এবং সংগীতশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা তার।
আমেরিকার ডালাসে ত্রিনি লোপেজের জন্ম । তার বাবা ও মা দুজনই মেক্সিকান। মাত্র ১৫ বছর বয়সে গিটার বাজানো রপ্ত করেন ত্রিনি। ১৯ বছর বয়সে তিনি ‘বিগ বিটস’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেন। এর অল্প সময়য়ে ১৯৬২ সালে তিনি ব্যান্ড ত্যাগ করে একক ক্যারিয়ারে মনযোগ দেন।
১৯৬৩ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। সেটি বেশ দারুণ সাড়া ফেলে। এরপর কয়েক দশক ধরে তার সংগীত জীবন ছিলো বর্ণিল ও সাফল্যে মুড়ানো। দীর্ঘ ক্যারিয়ারে ত্রিনি অসংখ্য হিট কনসার্টে অংশ নিয়েছেন। উপহার দিয়েছেন বহু হিট গানসহ কয়েক অনেক অ্যালবাম।
মন্তব্য করুন