- বিনোদন
- দুই গ্রামের ১৫৫০ জনের দায়িত্ব নিলেন জ্যাকুলিন
দুই গ্রামের ১৫৫০ জনের দায়িত্ব নিলেন জ্যাকুলিন

জন্মদিনে মহৎ কাজের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মহারাষ্ট্রের দুটি গ্রাম পথার্দি এবং সকুরের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। আগামী তিন বছরের জন্য এই দুটি গ্রাম তিনি দত্তক নিয়েছেন।
জ্যাকুলিন জানিয়েছেন, ওই দুই গ্রামের মোট ১৫৫০ জন মানুষকে আগামী তিন বছর খাওয়াবেন তিনি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন জানান, এই দুই গ্রামের মানুষের জন্য খাবার সরবরাহের পুরো দায়িত্ব তিনি নিয়েছেন। কারণ এই গ্রামের অনেকেই অপুষ্টিতে ভোগেন।
অভিনেত্রী বলেন, বেশ কিছুদিন ধরেই আমার মাথায় এই বিষয়টি এসেছিল। মহামারির জন্য এই বছরটাও আমাদের সকলের কাছে খুব কঠিন। আমরা কেউ কেউ এরমধ্যে সৌভাগ্যবান। কিন্তু সমাজের একটা বড় অংশের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসের জন্যেই খুব লড়াই করছেন।
১৫৫০ জন মানুষকে এই প্রকল্পে দেখাশোনা করা হবে বলে জানান জ্যাকুলিন। গ্রামের শিশু এবং অন্যদের অপুষ্টিজনিত রোগের চিকিৎসা করা হবে। গ্রামের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। ১৫০ জন মহিলাকে নবজাতক দেখাশোনার বিষয়ে সচেতন করা হবে। এই প্রকল্পের একদম সামনে থেকে যারা কাজ করবেন এমন ৭ জনকে প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন