ঢাকাই ছবির লাঠিয়াল খ্যাত নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।  বিশেষ দিন হলেও  দিনটি বিশেষভাবে উদযাপন করেন না অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এই  সংসদ সদস্য। কারণ আগস্ট শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করেন একদল পাষণ্ড। তাই  ১৯৭৫ সাল থেকেই জন্মদিনে কোন আয়োজন করেন না নায়ক ফারুক। আয়োজন নেই এবারের জন্মদিনেও। 

 বিশেষ এ দিনটিতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসা নিতে ছুটে গেছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। গত কয়েকদিন ধরে জ্বর হওয়াতেই তার হাসপাতালে যাওয়া। 

মঙ্গলবার জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ফোন দেয়া হয় ‌‌'‌‌সুজন সখী' ছবির এ নায়ককে। শুভেচ্ছা গ্রহণ করে বলেন, এ মাসে জন্মদিনের শুভেচ্ছা নিতেও ইচ্ছে করেনা। এ মাস তো আমার নেতার হারানোর মাস। এ মাসেই এতিম করে দেয়া হয় বাঙ্গালী জাতিকে।  এ মাস আমাদের বেদনার। বিরহের।  এদিকে কয়েকদিন ধরে জ্বর আসছে। কমার কোন লক্ষণও নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। 

সমকাল অনলাইনেক ফারুক বলেন,‌ 'জন্মদিনের কেক কাটা ভুলে গিয়েছি।  ৭৫ এর ১৫ আগস্টের  কালো রাতের পর থেকে জন্মদিনের কোন আয়োজন রাখিনা আমি। কাটি না কেক। কেউ বিশেষভাবে পালন করতে চাইলেও অনুমতি দেইনা। এটা বাঙ্গালি জাতির শোকের মাস। আমার জন্মদিন উদযাপনের নয়।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন নায়ক ফারুক। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন। 

বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্রের মঞ্চে ২০১৬ সালে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন ফারুক। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিরগুলো মধ্যে রয়েছে ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়ন মণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’।