- বিনোদন
- অর্জুন কাপুরের ছবিতে নতুন লুকে জন-অদিতি
অর্জুন কাপুরের ছবিতে নতুন লুকে জন-অদিতি

বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিংয়ের নতুন ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা জন আব্রাহাম-অদিতি জুটিকে। সম্প্রতি নাম ঠিক না হওয়া সেই ছবিতে জন-অদিতির নতুন লুক প্রকাশিত হয়েছে। এতে জন আব্রাহামকে কুর্তা-পাজামা, পাগড়ি পরিহিত দেখা গেছে। অন্যদিকে অদিতির পরনে ছিল কামিজ-ওড়না। দুজনকেই দেখা গেছে পাঞ্জাবের ঐতিহ্যবাহী পোশাকে।
অদিতি রাও হায়দারি নতুন এই ছবির লুক প্রকাশ করেছেন নিজের টুইটার একাউন্টে। সেখানে লিখেছেন, নতুন করে শুরু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে সীমান্তের দুই পারের এক জোড়া তরুণ-তরুণীর ভালোবাসাকে ঘিরে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিং। অদিতি-অর্জুনকে দেখা ভারতের স্বাধীনতাকালীন অর্থাৎ ১৯৪৭ সালের প্রেক্ষাপটে।
নিজের অভিনীত চরিত্র নিয়ে অদিতি রাও হায়দারি বলেন, জন এবং আমি ১৯৪৬-৪৭ সালের এক দম্পতির চরিত্রে অভিনয় করেছি। এমন গল্প আজকাল খুব কমই দেখা যায়।
ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে এর কাজ বন্ধ হয়ে যায়। ২৫ আগস্ট থেকে আবারও ছবিটির শুটিং শুরু হয়েছে। এই ছবির মাধ্যমে কাশভি নায়েরের পরিচালক হিসেবে অভিষেক ঘটছে বলিউডে। এটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, জন আব্রাহাম, নিকখিল আদভানি, মধু ভোজওয়ানি, কৃষ্ণ কুমার এবং মনীষা আডবাণী। সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন