সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের নতুন গান প্রকাশ হলো। 'ছাড়াছাড়ি' শিরোনামের সম্প্রতি এটি রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। 

নাট্য নির্মাতা মিজানুর রহমান লাবুর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। গানটি 'ছাড়াছাড়ি' নামের একটি মিউজিক্যাল ফিল্মে ব্যবহার করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।

এ গান প্রসঙ্গে পারভেজ সাজ্জাদ বলেন, 'আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি, এই গানটি তেমনই। কথার সঙ্গে সুরের চমৎকার সমন্বয় হয়েছে। গানের গীতিকার ও সুরকারের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমার জন্য এই সেমি ক্লাসিক ফোক গানটি তৈরী করেছেন। এতে সুফির একটা প্রভাব আছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন। '

মিউজিক্যাল এই ফিল্মে অভিনয় করেছেন মঈন খান, আইরিন আফরোজ, শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাছির।