- বিনোদন
- ‘ছাড়াছাড়ি’ প্রকাশ করলেন পারভেজ
‘ছাড়াছাড়ি’ প্রকাশ করলেন পারভেজ

সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের নতুন গান প্রকাশ হলো। 'ছাড়াছাড়ি' শিরোনামের সম্প্রতি এটি রুশদা ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
নাট্য নির্মাতা মিজানুর রহমান লাবুর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। গানটি 'ছাড়াছাড়ি' নামের একটি মিউজিক্যাল ফিল্মে ব্যবহার করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
এ গান প্রসঙ্গে পারভেজ সাজ্জাদ বলেন, 'আমি যে ধরনের গান গাইতে পছন্দ করি, এই গানটি তেমনই। কথার সঙ্গে সুরের চমৎকার সমন্বয় হয়েছে। গানের গীতিকার ও সুরকারের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমার জন্য এই সেমি ক্লাসিক ফোক গানটি তৈরী করেছেন। এতে সুফির একটা প্রভাব আছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন। '
মিউজিক্যাল এই ফিল্মে অভিনয় করেছেন মঈন খান, আইরিন আফরোজ, শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, শামীম, সিয়াম নাছির।
মন্তব্য করুন