- বিনোদন
- ‘নাটাই ঘুড়ির’ টাইটেল সংগীতে কণ্ঠ দিলেন বি জামান
‘নাটাই ঘুড়ির’ টাইটেল সংগীতে কণ্ঠ দিলেন বি জামান

নাটাই ঘুড়ি মেগা সিরিয়ালের একটি দৃশ্য
এটিএন বাংলার মেগা সিরিয়াল ‘নাটাই ঘুড়ির’ টাইটেল সং দিয়ে আবারো গানে ফিরলেন কণ্ঠশিল্পী ও সাংবাদিক বি জামান সুজন।
চ্যানেলটির মেগা সিরিয়ালের এ গানটির কথা লিখেছেন জাতীয় কবিতা পরিষদের পরিচালক হাফসা আলম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। নাটকটির পরিচালক এমদাদুল হক খান।
কণ্ঠশিল্পী বি জামানের আরো কিছু গানের রেকর্ড ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে ফয়েজ হাসানের লেখা ও সুরে রজকিনী শিরোনামের গানটি শিগগিরই বাজারে আসছে বলে জানান বি জামান সুজন। এ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে তাকে।
বি জামান সুজনের এটি দ্বিতীয় টাইটেল সং বলে জানান তিনি। বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন