- বিনোদন
- ক্যান্সার নিয়েই দুবাইতে উড়ে গেলেন সঞ্জয়
ক্যান্সার নিয়েই দুবাইতে উড়ে গেলেন সঞ্জয়

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। এই শরীর নিয়েই দুবাই উড়ে গেলেন বলিউডের মুন্না ভাই। কারণ দুবাইতে রয়েছে সঞ্জয়ের দুই সন্তান। সেখানে থেকেই পড়াশোনা করছে তারা। তাদের সঙ্গে সময় কাটাতে ক্যান্সার চিকিৎসার জন্য আমেরিকায় উড়ে যাওয়ার আগে গেলেন সন্তানদের কাছে।
এ সময় তার সঙ্গে স্ত্রী মান্যতাও ছিলেন। লকডাউন শুরুর আগে থেকেই দুবাইতে ছিলেন সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা। অভিনেতার ক্যানসার ধরা পড়ার পর দ্রুত মুম্বাইতে ফিরে আসেন তিনি। মান্যতা দুবাই থেকে ফিরলেও সন্তানরা সেখানেই রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে বেশ ভালই আছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি আমেরিকায় থাকার জন্য ৫ বছরের চিকিৎসা ভিসা হাতে পেয়েছেন সঞ্জয় দত্ত। ফলে স্ত্রী মান্যতা দত্ত এবং বোন প্রিয়া দত্তের সঙ্গে আমেরিকায় উড়ে যাবেন সঞ্জু। নিউ ইয়র্কে রয়েছেন অভিনেতার প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা। ফলে সেখানে যাওয়ার পর তিনিও সঞ্জয় দত্ত, মান্যতা দত্তদের সঙ্গে সেখানে যোগ দেবেন।
মন্তব্য করুন