অনেক দিন ধরে বলিউডে অনুপস্থিত শাহরুখ খান। সম্প্রতি খবর রটে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। 

টাইমস অব ইন্ডিয়া বলছে,  শোনা যাচ্ছে শাহরুখের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা মিলবে তাপসী পান্নুর। পর্দায় যখনই তাপসী আসেন, তখনই ঝড় তোলেন।  শাবানা, বেবি, পিঙ্ক, সান্ড কি আঁখ, মুল্ক, বদলাসহ আরও অনেক ছবিতে তার দাপুটে অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। 

এর আগে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্টের ‘বদলা’ ছবিতে অভিনয় করেছিলেন তাপসী। অবশ্য শাহরুখের বিপরীতে কখনোই অভিনেয়র সুযোগ মেলেনি  ‘থাপ্পড়’ খ্যাত এই তারকার। সে দিক দিয়ে এই প্রথম দু’জনে একসঙ্গে কাজ করবেন। এ বিষয়ে পরিচালক বা অভিনেতাদের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এদিকে শাহরুখের পরবর্তী ছবির নাম কি এ বিষয়ে কোনো তথ্য মেলেনি।

সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তার পক্ষে টুইট করেন তাপসী। অভিনেত্রী বরাবরই সরব নিজের মতামত নিয়ে। এ বার জয়াকে সাপোর্ট করে তাপসী পোস্ট করেন, ‘ইন্ডাস্ট্রি থেকে আবার একজন মহিলাই মুখ খুললেন।’