ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

‘বায়োপিকে অভিনয় করা খুবই কঠিন’

‘বায়োপিকে অভিনয় করা খুবই কঠিন’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:১৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৭:২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। আসছে ১৩ অক্টোবর সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

‘মুজিব’ সিনেমায় খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘পরিচালক থেকে শুরু করে এই সিনেমায় যারাই অভিনয় করেছেন প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। মুজিব আমাদের আবেগ, আমাদের ভালবাসা। সেই যায়গা থেকেই আমরা কাজটা করেছি।’


তার ভাষ্য, ‘একজনের বায়োপিকে কাজ করা খুবই কঠিন একটা কাজ। কারণ, এর আগে আমরা কাজ করেছি একজন স্ক্রিপ্ট রাইটারের সৃষ্ট গল্পে। সত্যিকারের মানুষের চরিত্রে অভিনয় করিনি। ‘মুজিব’ সিনেমায় আমারা ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি। কিন্তু বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। কাজটা অত্যন্ত কঠিন। আমি শুভর অভিনয়ে মুগ্ধ হয়েছি।’

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’


ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি নির্মিত হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

আরিফিন শুভ, ফজলুর রহমান বাবু ছাড়াও এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

আরও পড়ুন