- বিনোদন
- অভিনেতা আজিজুর রহমান মারা গেছেন
অভিনেতা আজিজুর রহমান মারা গেছেন

টিভি নাটকের বর্ষিয়ান অভিনেতা স ম আজিজুর রহমান আর নেই। বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...)।
স ম আজিজুর রহমানের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আজিজুর রহমান। যে কারণে বেশ কিছুদিন ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি।
আজ সকাল ১০টায় রাজধানীর উত্তরার বাইতুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ নাটোরে অবস্থিতি জিয়াড়কোল বাগাতিপাড়া গ্রামে দাফন করা হবে।
টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ আজিজুর রহমান। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে দর্শকদের বেশি পরিচিত লাভ করেন তিনি।
মন্তব্য করুন