অভিনেতা সজলকে এখন চেনাই দায়। মুখভর্তি দাড়ি নিয়ে গত কয়েক সপ্তাহ শুটিং করছেন তিনি। এ গেটআপে তাকে পাওয়া গেল 'সে' নাটকের সেটে। মুখে সেই চিরচেনা হাসি। এমন লুকের রহস্য কী? 'এ প্রশ্নটি এখন প্রায়ই শুনতে হয়। তেমন কিছু নয়। করোনার কারণে কয়েক মাস ঘরবন্দি ছিলাম। শুটিং না থাকায় দাড়ি বড় করেছি। তবে পুরোনো লুকে শিগগির হাজির হব'- বললেন সজল।

লকডাউনের পর পুরোদমে কাজে ফিরেছেন সজল। সম্প্রতি শেষ করেছেন 'সে' নাটকের কাজ। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের যৌথ পরিচালনায় এতে তার সহশিল্পী নাবিলা ইসলাম। এ ছাড়া সুব্রত সন্দীপের 'অভিমান' ও দীপু হাজরার 'ইচ্ছে দহন'সহ আরও কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। নিউ নরমাল লাইফে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, 'করোনা আমাদের সব বদলে দিয়েছে। শুটিংয়ের চিরচেনা পরিবেশ এখন হারিয়ে গেছে। সারাক্ষণ সতর্ক থেকে কাজ করতে হয়। বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় ফেরা পর্যন্ত নানা ধরনের প্রস্তুতি রাখতে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় এটাই স্বাভাবিক। সবকিছুতে অভ্যস্ত হচ্ছি।'

একক নাটক নিয়ে সজলের ব্যস্ততা থাকলেও বেশ কয়েক বছর ধারাবাহিক নাটকে দেখা যায়নি তাকে। এই সময়ের নাটক ও টেলিছবি নিয়ে সজল বলেন, 'নাটক, টেলিছবি, চলচ্চিত্র, যা-ই বলুন; কাহিনি, নির্মাণ ও অভিনয় ভালো না হলে দর্শক তা মনে রাখে না। বেশি কাজ করলেই দর্শক আমাকে মনে রাখবে- এ কথা বিশ্বাস করি না। সংখ্যা নয়, দর্শক মনে রাখে ভালো কাজের কথা। এজন্য আমি চাই যে ধরনের গল্প দর্শকের মনে দাগ কাটবে, তেমন কিছু নাটক, টেলিছবি বা চলচ্চিত্রে অভিনয় করতে।' তার এ কথায় বোঝা যায়, জনপ্রিয়তাকে পুঁজি করে যে কোনো কাজে তার আগ্রহ নেই।

মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনয় আঙ্গিনায় পা রাখেন সজল। এরপর রচিত হয় শুধুই তার সফলতার গল্প। নিজের সফলতাকে কীভাবে দেখেন? জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করে পা দিতে চেয়েছি। জনপ্রিয়তার পেছেনে না ছুটে অধ্যবসায় আর পরিশ্রম করেছি- বলছিলেন সজল। তার এমন অনুধাবন মিথ্যা ছিল না। যার প্রমাণ মেলে দেশের টিভি চ্যানেলে তার সরব উপস্থিতিতে। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ ও বড় পর্দায় ব্যস্ত হয়ে উঠেছেন সজল। সম্প্রতি তিনি সাহিদ উন নবীর 'পাফ ড্যাডি' ওয়েব সিরিজে অভিনয় করেছেন। পাশাপাশি নাদের চৌধুরীর পরিচালনায় 'জ্বিন' ছবির কাজ শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন পূজা চেরী। বদিউল আলম খোকনের পরিচালনায় 'হারজিৎ'-এ অভিনয় করতে যাচ্ছেন সজল। এতে প্রথমবারের মতো তাকে দেখা যাবে মাহিয়া মাহির বিপরীতে। এ ছাড়া খুব শিগগির সজল অভিনয় করবেন নতুন একটি ছবিতে। যদিও বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেতা।