বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'বাধাই হো' এর সংশ্লিষ্ট কলাকুশলীরা রোববার ছবিটির দুই বছর পূর্তি উদযাপন করেছে। ওই দিনই সামাজিক মাধ্যমে দারুণ খবর দিলেন ছবির অভিনেতারা। রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অফিশিয়ালি  'বাধাই হো'-র সিক্যুয়েলে অভিনয়ের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে একে অপরকে শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন দুই জন। সব কিছু ঠিক থাকলে 'বাধাই দো' ছবির শ্যুটিং শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে।

ভূমির সঙ্গে ছবি শেয়ার করে রাজকুমার লিখেছেন, 'তাহলে তারিখ পাকা? হাত মেলাও ভূমি পেডনেকর (স্যানিটাইজার লাগিয়ে নিও) ২০২১-এর শুরু বাধাই দিয়ে, বাধাই দো।' উত্তরে ভুমি লিখেছেন, 'আয়ে রাজকুমার রাও, সময় এবার বাধাই দো বলার, ২০২১ সালের জানুয়ারিতে সেটে দেখা হচ্ছে, ।' বাধাই হো-র সিক্যুয়েলের পরিচালনা করবেন হর্ষবর্ধণ কুলকারনি। জংলি পিকচার্স এই ছবির প্রযোজনা করবে।

প্রথম ছবি বাধাই হো-তে দেখা গিয়েছিল মধ্যবয়সী এক দম্পতির আচমকাই সন্তানসম্ভবা হয়ে পড়ার ঘটনা এবং তার সঙ্গে জুড়ে যাওয়া নানা ঘটনার ঘনঘটা। ছবিতে নীনা গুপ্তা ও গজরাজ রাও-কে দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা ও সান্যা মালহোত্রা।

বাধাই দো-র গল্প একেবারেই অন্য ধরনের হতে চলেছে। ছবিতে রাজকুমার রাওকে এক পুলিশের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, ভূমি পেডনেকরকে দেখা যাবে স্কুলের পিটি টিচারের ভূমিকায়। সূত্র: এনডিটিভি