- বিনোদন
- গ্রেপ্তারের কিছুক্ষণ পরই শর্ত সাপেক্ষে দেবাশীষের জামিন
গ্রেপ্তারের কিছুক্ষণ পরই শর্ত সাপেক্ষে দেবাশীষের জামিন

ফাইল ছবি
প্রতারণার অভিযোগে করা মামলায় চলচ্চিত্র নির্মাতা ও টিভি উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে আইনজীবীর জিম্মায় আপোষের শর্তে ১০ হাজার টাকায় মুচলেকায় জামিন দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ জামিন মঞ্জুর করেন।
এরআগে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। সাড়ে তিন ঘণ্টা পরই বাদী ফের পুনর্বিবেচনার আবেদন করলে আপোষ মীমাংসার শর্তে জামিন মঞ্জুর করেন আদালত।
এদিন সকালে দেবাশীষ আইনজীবী জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে আত্মসমর্পণ জামিনের আবেদন করেন। তার আইনজীবী জানান, আদালত শুনানির শুরুতেই মৌখিকভাবে জামিন নামঞ্জুরের আদেশ করলেও পরবর্তীতে পুনর্বিবেচনায় আপস-মীমাংসার শর্তে বাদীর আইনজীবীর জিম্মায় জামিনের আদেশ দেন।
গতবছর ৮ সেপ্টেম্বর ঢাকার আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাসের নামে প্রতারণার মামলা করেন।
মন্তব্য করুন