- বিনোদন
- ‘হল দর্শকশূন্য হলেও দর্শকরা সিনেমা ঠিকই দেখছেন’
‘হল দর্শকশূন্য হলেও দর্শকরা সিনেমা ঠিকই দেখছেন’

ফেরদৌস। নন্দিত অভিনেতা ও মডেল। করোনার জন্য থেমে যাওয়া তার ছবিগুলোর কাজ নতুনভাবে করছেন। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে-
'গাঙচিল' ছবির শুটিং শুরু হতে না হতেই বিরতি নিলেন, কারণ কী?
স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন সবাই- এটা জেনেই 'গাঙচিল' ছবির শুটিং করতে রাজি হয়েছিলাম। কিন্তু দেখলাম, শুটিংয়ে মানুষের যে ভিড়, তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদিকে করোনাও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই বাধ্য হয়ে আবার বিরতি নিতে হয়েছে।
'গাঙচিল' ছবি দিয়েই কি আবার শুটিংয়ে ফিরবেন?
শুধু 'গাঙচিল' নয়, শুটিং শুরু করলে যতগুলো ছবির কাজ বাকি আছে, তা একে একে শেষ করে ফেলার কথা ভাবছি।
সিনেমা হল খুললেও দর্শক চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে নতুন ছবি মুক্তি দেওয়ার সাহস করবেন কেউ?
অনেকে সিনেমা হলে যাওয়ার সাহস পাচ্ছেন না বলেই হয়তো হলগুলো দর্শকশূন্য। কিন্তু সিনেমা দেখা কি থেমে আছে? আমার তা মনে হয় না। হলে না গেলেও ইউটিউবসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দর্শক সিনেমা, নাটক, ওয়েব সিরিজ দেখছেন। তাই সিনেমা মুক্তির বিষয়টি নিয়ে একটু আলাদাভাবে ভাবতে হবে। ওটিটি প্ল্যাটফর্মগুলো আমাদের আশার আলো দেখাচ্ছে। তাই এখনই সময় ঘুরে দাঁড়ানোর। সিনেমা হলের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম নিয়েও ভাবতে হবে। আমার যে ছবিগুলো মুক্তি পায়নি, সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া যায় কিনা তা নিয়ে কয়েকজন নির্মাতা কথা বলেছেন। এখন দেখা যাক শেষমেশ তারা কী সিদ্ধান্তে আসেন।
ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেওয়া নিয়ে যদি সবাই ভাবা শুরু করে, তাহলে সিনেমা হলগুলোর কী হবে?
কিছু ছবি তৈরি হয় সিনেমা হলের কথা মাথায় রেখে। সেগুলো টিভি, মোবাইলে দেখা সে রকম আনন্দ পাওয়া যাবে না, যা পাওয়া যাবে সিনেমা হলে বসে। এখন তো সিঙ্গেল হলগুলো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। প্রতিটি জেলা, উপজেলায় সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স তৈরির করার কথা ভাবতে হবে। চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে এটা না করলেই নয়। আর ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দিতে চাইলেও তার মানের দিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ, পুরো বিশ্বের কাছে আমরা যা তুলে ধরব, তা যেন আমাদের প্রশ্নবিদ্ধ কিংবা হাসির পাত্র না করে তোলে।
প্রযোজক হিসেবেও কি এই ভাবনা নিয়ে কাজ করেন?
আমি চেষ্টা করে যাচ্ছি এমন কিছু কাজ তুলে ধরার, যা দর্শকের মাঝে অনেকদিন বেঁচে থাকবে। তাই 'যদি আরেকটু সময় পেতাম', 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'সহ অন্যান্য ছবির ব্যবসায়িক দিকটি নিয়ে একদমই ভাবিনি।
মন্তব্য করুন