হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি খরবান্দা। তার এ অসুস্থতার খবর নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন তিনি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃতির ভক্তরা। 

সম্প্রতি মুক্তি পায় কৃতি খরবান্দার নতুন ওয়ব সিরিজ ‘তাইশ’। এর পর পরিচালক দেবাংশু সিংয়ের ১৪ ফেরে-র কাজ শুরু করেন কৃতি। তার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এ অভিনেত্রী। খবর জিনিউজের 

হাউসফুল ৪-এর অভিনেত্রী কৃতি জানান, ম্যালেরিয়ায় আক্রান্ত তিনি। ফলে এই মুহূর্তে কোনও শুটিং করতে পারবেন না।

সুস্থ না হওয়া পর্যন্ত নিজ বাড়িতেই থাকবেন বলে জানান ২৯ বছর বয়সী এ অভিনেত্রী। সুস্থ হওয়ার পরই কৃতি ফের শুটিং ফ্লোরে ফিরবেন।

কৃতিকে পুলকিতের সঙ্গে 'পাগলপান্তি' ছবিতে দেখা গিয়েছিল। এছাড়া 'শাদি মে জরুর আনা', 'ভিড়ে কি ওয়েডিং', 'হাউসফুল ফোর' ছবির নায়িকাও ছিলেন তিনি।