- বিনোদন
- সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন অপূর্ব
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন অপূর্ব

জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বুধবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু।
লুৎফর কবির সেতু জানান, আজ দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সমকালকে অপূ্র্বর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
সুস্থ হয়ে বাসার ফেরার খবর অপূর্ব নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছন। সেই সঙ্গে এই কঠিন সময়ে যারা তার পাশে থেকেছ্নে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
By the Grace of Almighty Allah! Finally on the way to home... thanks everyone for your love, support & prayers ❤ #Alhamdulillah #loveuall
Posted by Md. Ziaul Faruque Apurba on Tuesday, 10 November 2020
তবে অপূর্ব বাসায় ফিরলেও এখনও করোনা মুক্ত কিনা সেটা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। আগামী শুক্রবার আবার তার করোনা পরীক্ষা করানো হবে। এরপরই জানা যাবে তিনি করোনামুক্ত কিনা।
এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা। গত ১ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন তিনি।
মন্তব্য করুন