অভিনেতা আবদুন নুর সজল ও সারিকার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। সারিকা যখন নানা কারণে শোবিজের কাজের বাইরে থাকেন তখনও সজলের সঙ্গে থাকে তার যোগাযোগ। বিভিন্ন সময়ে সজলের সঙ্গে তার কথা হয়। হয় আড্ডাও। কথাগুলো বলছিলেন সারিকাই। 

সম্প্রতি সজল-সারিকা জুটি হয়ে অভিনয় করছেন ‘গেম অফ লাইফ’  নামের একটি নাটকে।  শফিকুর রহমান শান্তনু রচনায়  নাটকটি  পরিচালনা করছেন দীপু হাজরা। ঢাকার পাশে আমিন বাজার সংলগ্ন একটি এলাকায় হয় নাটকটির শুটিং। সেই শুটিং স্পটেই কথাগুলো বলেন সারিকা। 

এদিকে সারিকাকে নিয়েও সজল জানালেন একই কথা। সজল বলেন, ‘সারিকা খুব ভালো একজন অভিনেত্রী। ওর দর্শকদের মতো আমিও চাই সে নিয়মিত কাজে থাকুক। আমরা এখন ‘গেম অফ লাইফ’ নামের একটি নাটকের শুটিং করছি। নাটকের গল্পটি দারুণ। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটির গল্পে দেখা যাবে, শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলির নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ।  আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে সজল-সারিকা ছাড়া আরও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমূখ।

নির্মাতা দীপু হাজরা জানান জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটি শিগিগরিই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।