বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট' চলচ্চিত্রে। এরপর তিনি পরিবারসহ পাড়ি জমান আমেরিকায়। বলিউডের সিনেমায় অভিনয় না করলেও তনুশ্রী নিয়মিত ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে নিয়মিত তনুশ্রীভক্তরা জেনেছেন তার খবরাখবর।

সম্প্রতি তনুশ্রী তার ইনস্টাগ্রামে বলিউডে আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ফিরে আসার প্রায় সব প্রস্তুতিও শেষ করেছেন। কমিয়েছেন ১৫ কেজি ওজনও। ইনস্টাগ্রামে তনুশ্রী লিখেছেন, 'কিছু বাজে মানুষের কারণেই আমি বলিউড ছেড়ে চলে গিয়েছিলাম।

এখন ঠিক করেছি, নিজের জায়গায় ফিরে আসার।' তনুশ্রী লেখেন, 'আমি এখন লস অ্যাঞ্জেলেসের একটি আইটি প্রতিষ্ঠানে খুব সম্মানের সঙ্গে চাকরি করছি। আমেরিকার সামরিক বাহিনীর অধীনে এই প্রতিষ্ঠানের চাকরি অনেক সম্মানের। কিন্তু আমি আবারও আমার অভিনয় ক্যারিয়ারে ফিরে যেতে চাই। যেহেতু আমি অভিনেত্রী, তাই অভিনয়ই আমার জন্য অনেক আনন্দের। এরই মধ্যে বলিউডের অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে। খুব শিগগির বেশ কয়েকটি কাজের কথা জানাতে পারব।'