- বিনোদন
- এলো জাফরীর 'এলোমেলো'
এলো জাফরীর 'এলোমেলো'

সম্প্রতি প্রকাশিত হয়েছে জাফরী আবেদীনের আ্যলবাম 'এলোমেলো'।
ইউটিউব ছাড়াও আ্যলবামটি Gaan, BL Vibe, Robi Splash, Shadhin Music, GP Music প্ল্যাটফর্ম গুলোতে পাওয়া যাবে।
জাফরীর, নিজের কথা ও সুরে আ্যলবামের ৯ টি গান হলো- ১. আর নিতে পারিনা ২. দেখে দেখে ৩. সবাই ঠিক আছে ৪. পোড়া ফটোগ্রাফ ৫. কিচ্ছু হবে না ৬. চিনি ৭. নিজেকে পুড়িয়ে ৮. এলোমেলো ৯. উড়ে উড়ে।
জাফরী আবেদীন একজন গীতিকার, কম্পোজার, সংগীত আয়োজক। বেজিস্ট হিসাবে সোনার বাংলা সার্কাসে বাজিয়েছেন, সহজিয়াতেও ছিলেন বেশ কিছু বছর। বর্তমানে ড়াস্তা এবং দ্যা রোভার ব্যান্ডের সাথে যুক্ত।
হিম উৎসব, টিএসসির গান, কিংবা সোডিয়াম বাতির গান -এর মতো শো গুলোতে সঙ্গীত প্রেমীরা তাকে বিভিন্ন ব্যান্ডের সাথে দেখে থাকলেও নিজস্ব সোলো আ্যলবাম নিয়ে এই প্রথম তার আত্মপ্রকাশ।
অ্যালবামে অংশ নিয়েছেন- জাহিন রশীদ (ইলেক্ট্রিক গিটার, এলবাম প্রডিউসার), সাদমান মাতিস (ইলেকট্রিক গিটার, সুর করেছেন ), শরফুদ্দিন রাব্বি (ড্রামস)। আ্যলবামটির মিক্সিং, মাস্টারিং করেছেন দেওয়ান এনামুল হাসান।
আ্যলবামটি সম্পর্কে জাফরী বলেন- আ্যলবামটিতে মূলত আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকে গানে প্রকাশ করেছি। জীবনে বন্ধুর পথে আমাদের বিভিন্ন জটিলতা পাড়ি দিতে হয়, অনুভূতির সাগরের স্রোতে ডুবি, ভাসি, সাঁতরাই। এসবের থেকেই গানগুলোর জন্ম এবং ধীরে ধীরে আ্যলবাম তৈরির প্রতি আগ্রহ জন্মে। আমরা গানগুলি শুনে আমাদের মধ্যেই আত্মশক্তি অনুভব করি। শ্রোতারাও অনুভব করতে পারবে। আমরা শুধু আমাদের অনুভূতি গুলো প্রকাশ করতে চেয়েছি গানের মাধ্যমে।
মন্তব্য করুন