করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ‌'নবাব এলএলবি' ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান। তাই ছবিটির শুটিং শুরু হওয়ার পর থেকেই শাকিব ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। ছবিটি কবে মুক্তি পাবে শাকিব ভক্তরা সে অপেক্ষাতেই ছিলেন। অবশেষে জানানো হলো'নবাব এলএলবি' মুক্তির তারিখ। সব ঠিক থাকলে বিজয় দিবসে মুক্তি পাবে ছবিটি।  এই ছবিটির মাধ্যমেই দেশে যাত্রা করবে বাংলা সিনেমা দেখার ওটিটি প্লাটফর্ম 'আই থিয়েটার'।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আই থিয়েটার। জাকালো এই আয়োজেই 'নবাব এলএলবি' ছবির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন সিনেমাটি মু্ক্তির চূড়ান্ত তারিখের কথা জানালেন। 

এ সময় অনন্য মামুন বলেন, ‌বিজয় দিবস ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৮টায় আই থিয়েটারে নবাব এলএলবি মুক্তি দেয়া হবে। দর্শকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে  নির্দিষ্ট অর্থের বিনিময়ে সিনেমাটি ছবিটি দেখতে পারবেন।

অনন্য মামুন আরও বলেন, ‌আই থিয়েটার শুধু আমাদের একার না।এটা সবার। দেশের সবাই ভালো মানের সিনেমা বানিয়ে এতে মুক্তি দিতে পারবেন।  এতে সিনেমা মুক্তি দিতে যেনো কোন সংশয় না থাকে এ জন্য প্রথমে আই থিয়েটার নিজের অর্থায়নে সিনেমা বানিয়ে এতে মুক্তি দিয়ে যাত্রা শুরু করছে।

বৃহস্পতিবার রাতের ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান। আরও উপস্থিত ছিলেন  পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, কর্পোরেট ব্যক্তিত্বসহ দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

নবাব এএলবিতে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। বিশেষ চরিত্রে আরও আছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিমও। 

শুরুর দিকে পরিচালক জানিয়ে আসছিলেন, দূর্গা পূজায় মুক্তি পাবে ছবিটি।  কিন্তু যথা সময়ে মুক্তি পায়নি ছবিটির। পরে ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, নভেম্বরের শেষের দিকে মু্ক্তি পাবে ছবিটি। সে সময়ে ছবিটি মু্ক্তির না পাওয়াতে গানের শুটিং নিয়ে বিদেশে যাওয়ার ব্যাপারে অনুমতি না পাওয়া  ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারের টেকনিক্যাল জটিলতার কথা সামনে আনেন। সব জটিলতার কাটিয়ে এবার বিজয়ে দিবসের ছবিটি মুক্তির ঘোষণা দিলেন পরিচালক। এবার আর মুক্তির তারিখ হেরফের হবে না বলেও জানালেন তিনি। 

তবে  বৃহস্পতিবার ওই আয়োজনে মন্ত্রীসহ দেশের জনপ্রিয় একাধিক তারকার দেখা মিললেও ‘নবাব এলএলবি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে দেখা যায়নি। 

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।