- বিনোদন
- আর কতদিন কাঁদবেন হৃতিক, প্রশ্ন কঙ্গনার
আর কতদিন কাঁদবেন হৃতিক, প্রশ্ন কঙ্গনার

জল ঘোলা অনেক হয়েছে। কথার আঘাত-পাল্টা আঘাত হয়েছে বারবার। অসংখ্য বার জড়িয়েছেন দ্বন্দ্বে। তবুও কী আর ভোলা যায়? না। এজন্যই হয়তো মাঝেমধ্যেই একটু টোকা দিয়ে হৃতিকের সঙ্গে পুরনো সম্পর্কের সেই গভীরতা মাপেন কঙ্গনা রানাউত।
অনেকটা কটাক্ষ করেই কঙ্গনা এবার জানতে চেয়েছেন, একটা ছোটখাটো সম্পর্কের জন্য হৃতিক আর কতদিন কাঁদবে?
এবিপি আনন্দ বলছে, কঙ্গনার বিরুদ্ধে ২০১৬ সালে হৃতিক রোশনের করা মামলা স্থানান্তরিত করা হয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায়। হৃতিকের আইনজীবীর আবেদন মেনেই এই মামলা স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই খবর প্রকাশ্যে আসতেই ফের হৃতিককে নিয়ে টুইট করেছেন কঙ্গনা। টুইটারে তিনি লিখেছেন, আবার কান্নাকাটি শুরু হয়ে গেল। আমাদের বিচ্ছেদের পর এত বছর কেটে গেছে, ওদের বিবাহ বিচ্ছেদের পর এত বছর পেরিয়ে গেছে, কিন্তু ও এখনও সরতে চায় না।
কঙ্গনার ভাষায়, অন্য কোনও নারীর সঙ্গে আর সম্পর্কে জড়াতে পারেনি (হৃতিক)। কিন্তু আমি যখন সামান্য সাহস জোগাড় করে ব্যক্তিগত জীবনে এগিয়ে যাচ্ছি, ও আবার এক নাটক শুরু করল। একটা ছোটখাটো সম্পর্কের জন্য হৃতিক আর কতদিন কাঁদবে?
মন্তব্য করুন