- বিনোদন
- অভিনেতা আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
অভিনেতা আবদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

ফাইল ছবি
ক্যান্সার আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
তার পরিবারের সদস্যরা জানান, 'মঙ্গলবার থেকে আবদুল কাদেরের রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সারের জীবাণু তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ফলে তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে।'
পরিবারের সদস্যরা আরও জানান, 'বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। সিটিস্ক্যানের মাধ্যমে জানা যায় তার শরীরে টিউমার হয়েছে। এরপর চেন্নাইয়ের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত। এটি এখন চতুর্থ স্টেজে আছে।'
তার সুস্থতার জন্য পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন