- বিনোদন
- আবির চট্টোপাধ্যায় সপরিবারে করোনা আক্রান্ত
আবির চট্টোপাধ্যায় সপরিবারে করোনা আক্রান্ত

আবির চট্টোপাধ্যায়
টালিউডে আবার করোনার থাবা। এবার আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। শুধু আবির নন; তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবিরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।
প্রবীণ এ অভিনেতা জানিয়েছেন, আমার পুরো পরিবার কভিড আক্রান্ত হওয়ার কারণে একাডেমিক ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল করা হয়েছে।
এর আগে গত রোববার রাতে নিজের অফিসিয়াল টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়। খবর আনন্দবাজারের
একটি চ্যানেলের গানের রিয়েলিটি শোতে গত কয়েকদিন ধরেই সঞ্চালনার কাজ করছিলেন আবির। পাশাপাশি গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটি বিজ্ঞাপনেরও শুটিং করছিলেন।
সোশ্যাল মিডিয়ায় আবির লিখেছেন, আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়ে কাজ করেছি। এরপরেও সংক্রমিত হলাম।
মন্তব্য করুন