- বিনোদন
- তেলেঙ্গানায় অভিনেতা সোনু সুদের মূর্তি বানিয়ে পূজা শুরু
তেলেঙ্গানায় অভিনেতা সোনু সুদের মূর্তি বানিয়ে পূজা শুরু

ছবি: জিনিউজ
ভারতের তেলেঙ্গানায় গ্রামবাসীর সহায়তায় নির্মিত হয়েছে সোনু সুদের মন্দির। সেখানে তার ভাস্কর্য তৈরি করে মানুষরা তাকে পূজা করছেন। সোনু সুদের জনহিতকর কাজের স্বীকৃতি জানাতে এই মন্দির নির্মাণ করা হয়েছে।
মহামারির সময় থেকে গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে তার নাম। এমন কঠিন সময়ে তিনিই হয়ে উঠেছিলেন দুস্থ-দরিদ্রদের ‘মহামানব’। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। এমনকি নিজে পড়েছেন ঋণে। সেই মানবদরদী অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই মন্দিরটি তৈরি করেছে স্থানীয়রা। খবর জিনিউজের
ইতোমধ্যে রাজ্যটির দুব্বা টান্ডা গ্রামের বাসিন্দারা মন্দিরের উদ্বোধনও করে ফেলেছেন। তেলেঙ্গানাবাসীদের ভাষ্য, এই দেশে কেবল একজন ঈশ্বরই রয়েছেন। তিনি অভিনেতা সোনু সুদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই মন্দিরের ছবি পোস্ট করেছেন সোনু সুদও। একইসঙ্গে তিনি এটার যোগ্য নন বলে মন্তব্য করেছেন। অভিনেতা বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছি মাত্র। এর বেশি কিছু নয়।
মন্তব্য করুন